উদ্বেগের আপাত অবসান, ঢাকা ছেড়েছেন বিএনপি নেতা-কর্মীরা

 


উদ্বেগ, উত্তেজনা আর ভোগান্তি শেষে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ। নানারকম শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত কোথাও কোন সহিংসতা বা গোলযোগের কথা শোনা যায়নি।


সারাদিন ঢাকা শহরে একপ্রকার গুমোট পরিবেশ থাকলেও সন্ধ্যার পর আবার স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরাও শান্তিপূর্ণভাবেই বাড়ি ফিরে গেছেন।


বিএনপির ঘোষণা অনুযায়ী, তারা যে ১০ দফা ঘোষণা করেছেন, সেটি বাস্তবায়নে ২৪শে ডিসেম্বর থেকে সারা দেশে মহানগর ও জেলা সদরে গণমিছিল কর্মসূচী পালন করা হবে। এর আগে ১৩ই ডিসেম্বর বিক্ষোভ মিছিল করা হবে।


সমাবেশ ঘিরে উদ্বেগ ও উত্তেজনা

ঢাকায় ১০ই ডিসেম্বরের এই সমাবেশ ঘিরে গত একমাস ধরেই উত্তেজনাপূর্ণ কথা বিনিময় চলছিল। বিএনপির কোন কোন নেতা সরকার পতনের আন্দোলন জোরালো করে তোলার ইঙ্গিত দিয়েছিলেন। আবার সরকারের তরফ থেকে বিএনপির এরকম যেকোনো পদক্ষেপ ঠেকিয়ে দেয়ার প্রস্তুতির কথাও বলা হয়েছিল।


টানটান উত্তেজনার মধ্যে সমাবেশস্থলের অনুমতি পাওয়ার পর শুক্রবার রাত থেকেই সেখানে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছিলেন। আবার বিএনপির সমাবেশ ঘিরে ঢাকার পাড়া-মহল্লায় সতর্ক পাহারা বসানোর ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। 


ফলে সবমিলিয়ে একপ্রকার উত্তেজনা ও শঙ্কার পরিবেশ তৈরি হয়েছিল। সারাদিন ঢাকা শহরের পরিস্থিতি ছিল অনেকটা হরতালের পরিস্থিতির মতো। বাস, সিএনজি বা অন্য গণপরিবহন চলেনি, পথে যাত্রীদের চলাফেরাও ছিল খুব কম।

Post a Comment

0 Comments