বাংলাদেশের রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপি অফিস এলাকাটি এখন সম্পূর্ণ পুলিশের কব্জায় এবং কার্যালয়ের গেইটে তালা দিয়ে এর সামনে ও আশেপাশের এলাকায় অবস্থান নিয়ে আছে পুলিশ।
তবে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ওই কার্যালয়ের সামনের চার লেনের সড়কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে পুলিশ।
ওই সড়কটিই আসলে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত এলাকাটিই সাধারণভাবে নয়াপল্টন হিসেবে পরিচিত, যেখানে শনিবারের সমাবেশের অনুমতি চেয়েছিলো বিএনপি।
তবে পুলিশ জানিয়েছে বিএনপিকে সমাবেশ করতে হলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান আ অন্য কোনো মাঠ করতে হবে। বিএনপি মহাসচিব অবশ্য বলেছেন শনিবার নয়াপল্টনেই সমাবেশ হবে।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় পর্যায়ের কর্মসূচির শেষ পর্যায়ে শনিবার ঢাকায় সমাবেশ করার কথা রয়েছে বিএনপির।
এ সমাবেশকে সামনে রেখে গত কয়েকদিন ধরেই নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় বাড়ছিলো।
বুধবার দুপুরে সে কারণেই নয়াপল্টন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিলো।
এরপর পুলিশ সড়ক থেকে লোকজনকে সরাতে গেলে বিএনপি নেতাকর্মীদের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয় এবং এ ঘটনায় এক ব্যক্তি মারা যায়। আর আহত হন অনেকেই।
0 Comments