নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার রাতে কুমিল্লার লাকসাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, এর আগে গ্রেপ্তার জঙ্গিবাদে জড়ানো বাড়িছাড়া তরুণ ও নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্যদের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে এই সংঠনের অর্থবিষয়ক প্রধান সমন্বয়ক ও হিজরতবিষয়ক প্রধান সমন্বয়কসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে আগামীকাল শুক্রবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ৫ অক্টোবর ঘরছাড়া সাত তরুণকে গ্রেপ্তারের পর নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ তথ্য পায় র্যাব। সংগঠনটি ২০১৭ সাল থেকে তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে কথিত হিজরতের নামে বাড়িছাড়া করে সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে আসছিল। এ পর্যন্ত বেশ কয়েকজন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
0 Comments