ফের অমিতাভের সিরিজ


 নির্মাণটা অমিতাভ রেজা চৌধুরীর। যেখানে থাকছেন টেলিভিশন নাটকের চিরসবুজ অভিনেতা আফজাল হোসেন। গুণী এ দুই মানুষের মিশেলে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘বোধ’। যেখানে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সারাহ আলম। তবে বিষয়টি নিয়ে এখনই মুখ খুলছে না প্রযোজনা প্রতিষ্ঠান হইচই।


তবে জানা যায়, একজন অবসরপ্রাপ্ত বিচারক—তার জীবনে কোনো এক বোধ জন্ম নেয়। কোনো কোনো রায়ে উপাত্তের ওপর ভিত্তি করে তার সন্দেহ তৈরি হয়। যে কারণে আবারও তথ্য সংগ্রহের যাত্রা শুরু করেন বিচারক। এ যাত্রায় সঙ্গী হন তার মেয়ে ও এক পুলিশ কর্মকর্তা। এমনই গল্পের চিত্রনাট্য করেছেন রফিকুল ইসলাম পল্টু ও জাহিদ আলম।


‘বোধ’ সিরিজে বিচারকের ভূমিকায় আছেন আফজাল হোসেন। মেয়ের চরিত্রে রয়েছেন সারা আলম এবং পুলিশ কর্মকর্তা শাহজাহান সম্রাট। আরও রয়েছেন রুনা খান, অর্চিতা স্পর্শিয়া, খায়রুল বাসার প্রমুখ। সিরিজটির দৃশ্যায়ন হয় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায়।


অমিতাভ রেজা বলেন, ‘১৮ দিনে শুটিং শেষ করি। চমৎকার অভিজ্ঞতা। কারণ, আফজাল হোসেন আমার প্রধান চরিত্র। তিনি শুধু স্বনামধন্য অভিনেতাই নন, সবচেয়ে বড় গুণ—তিনি একজন অসাধারণ মানুষ।’


প্রসঙ্গত, আগামী ৪ নভেম্বর অবমুক্ত হবে ‘বোধ’। বর্তমানে সিরিজটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এর আগে অমিতাভের ‘ঢাকা মেট্রো’ নামের ওয়েব সিরিজ প্রশংসিত হয়েছিল।

Post a Comment

0 Comments